ম্যাকসন্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ৬৫ পয়সা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ম্যাকসন্স স্পিনিংয়ের চলতি ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৫ পয়সা লোকসান হয়েছে। সবশেষ (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা শূন্য ৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৬২ পয়সা। ৩০ জুন, ২০২৪ পর্যন্ত যা ছিল ১২ টাকা ২৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বছরের প্রথম প্রান্তিকে লোকসানের কারণ সম্পর্কে কোম্পানি জানিয়েছে, কাঁচামালের ব্যয় বৃদ্ধি, বেতন-মজুরি, পরিষেবা ব্যয়, ঋণের সুদ ব্যয় ও অন্যান্য আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া। পরিচালন ক্ষতির কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমছে।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ম্যাকসন স্পিনিংয়ের শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহও ছিল ঋণাত্মক, যা ছিল মাইনাস ৩ টাকা ৫১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৭৪ পয়সা।
গত এক বছরে ম্যাকসন স্পিনিংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২২ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ৭ টাকা। বতমানে শেয়ারটির দর ৭ টাকা ১০ পয়সায় অবস্থান করছে।
কোম্পানিটি ২০২১ সালে বিনিয়োগকারীদের নগদ ১১ শতাংশ এবং ২০২২ সালে ১০ নগদ লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে অবস্থান করলেও ২০২৩ সালে লভ্যাংশ দিতে ব্যর্থ হয়ে জেড ক্যাটাগরিতে চলে যায়। ম্যাকসন্স স্পিনিং ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।