হোটেল থেকে পিস্তল ও ইয়াবা উদ্ধার, আটক ১

মোংলা কোস্ট গার্ড (পশ্চিম জোন) নেতৃত্বে খুলনার একটি আবাসিক হোটেলে চালানো যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৪৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষে মোংলায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন. প্যালেস আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান চালায়।
অভিযানকালে হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা। অভিযানে একজনকে আটক করা হয়, যাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Comments