নেতিবাচক বাজারে সপ্তাহজুড়ে লেনদেনে কমলো ১২২ কোটি টাকা
সপ্তাহের শেষদিন আজ উভয় বাজারে সূচক ও লেনদেনে পতনের ধারা অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুরো সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচকের পতন হয়। সপ্তাহজুড়ে সূচক পতনের হার ছিল ৯১ দশমিক ৩৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে টার্নওভার কমেছে ১২২ কোটি ১৬ লাখ টাকা।
আজ সকালে লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচক সামান্য উর্ধ্বমুখী হলেও পরমুহূর্তে নেমে যায়। সকাল ১১টার দিকে কেনার চাপ বাড়লে সূচক কিছুটা উর্ধ্বমুখী হলেও পরমুহূর্তে বিক্রির চাপ বেড়ে যায়। এতে সূচক নিম্নমুখী গতি পায়। শেষ পর্যন্ত তা ১৯ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। ডিএসইএস সূচক ২ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক সাড়ে সাত পয়েন্ট হারে কমেছে। মাত্র ২৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কমেছে ৫০ শতাংশের। আজ ১১ কোটি ৩৪ লাখ শেয়ার ১ লাখ ২ হাজার ৮৩৮ বার হাতবদল হয়। লেনদেন হয় ৩৫১ কোটি টাকা। গতকালের তুলনায় লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা। ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৫ কোটি টাকা।
১৬ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় ওরিয়ন ইনফিউশন। শেয়ারটির দর বেড়েছে ২৫ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল কোম্পানিটি। লেনদেনে একক প্রাধান্য ছিল। এরপরে সায়হাম কটনের ১০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে লোভেলো, ড্রাগন সোয়েটার, ইন্ট্রাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়ম ও বেক্সিমকো ফার্মা।
৯ দশমিক ৪২ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড। কোম্পানিটির লেনদেন আজ থেকে এ ক্যাটাগরিতে চলছে। দরবৃদ্ধির তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে আমরা টেক, ওয়াটা কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এসিআই, হামিদ ফেব্রিক্স।
লোকসানে থাকা জেড ক্যাটাগরির জুট স্পিনার্স দরপতনের শীর্ষে উঠে আসে। অন্য কোম্পানিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং, সোনারগাঁও, এশিয়াটিক ল্যাব, জিল বাংলা সুগার মিল, দুলামিয়া কটন, সালভো কেমিক্যাল, অলটেক্স, এমএল ডায়িং ও নাহি অ্যালুমিনিয়াম।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪০ দশমিক ৯৯ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট, সিএসআই সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট নেমে যায়। দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ৪০টির দর। লেনদেন হয় ৪ কোটি ২৭ লাখ টাকা। কমেছে প্রায় ৫২ লাখ টাকা।