ডিএসইতে ৭৩ ভাগ কোম্পানির দরপতনে বাজার নিম্নমুখী
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক লেনদেন ও শেয়ারের দরে বড় পতন হয়েছে। সব খাতই ব্যাপক পতনের মুখে পড়ে। খাতভিত্তিক লেনদেনে টেলি কমিউনিকেশন, ভ্রমণ ও অবকাশ, সেবা ও আবাসন, কাগজ ও প্রকাশনা, পাট ও সিরামিক খাত শতভাগ দরপতনে ছিল। ৭৩ শতাংশ কোম্পানির দরপতন হয়। লেনদেন কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকা। দর বেড়েছে মাত্র সাড়ে ১২ শতাংশ কোম্পানির। অপরিবর্তিত ছিল ১৪ শতাংশের দর। বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৩৫৭ কোটি টাকা।
লেনদেনের প্রথম ৩০ মিনিটে সূচক উর্ধ্বমুখী গতিতে ওঠানামা করলেও এরপরেই শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। ফলে সূচকের নিম্নমুখী যাত্রা শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৩ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট নেমে যায়।
১১ কোটি ৭২ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা। এরপরে বেক্সিমকো ফার্মার প্রায় ১০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৮০ পয়সা। ড্রাগন সোয়েটারের ৮ কোটি ৯৭ লাখ, ওরিয়ন ফার্মার ৮ কোটি ৭০ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা এইচ আর টেক্সের দর ৬ দশমিক ৬২ শতাংশ, এশিয়াটিক ল্যাবের দর ৪ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানগুলোতে ছিল কাশেম ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো, লোভেলো, শেফার্ড, পিপলস ইন্স্যুরেন্স, আলহাজ টেক্স, আমান কটন ফাইব্রোস ও সালভো কেমিক্যাল।
৯ দশমিক ৯৯ শতাংশ দরপতনে থাকা খান ব্রাদার্স পিপি শীর্ষে চলে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিউ লাইন, ফাইন ফুডস, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাফকো স্পিনিং ও ড্রাগন সোয়েটার।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ০৪ পয়েন্ট, সিএএসপিআই ৭৫ পয়েন্ট, সিএসআই ৫ দশমিক ২১ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। ১৯৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৪০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর। লেনদেন হয় ৪ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেন কমেছে ২ কোটি ১৭ লাখ টাকা।
এক কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে জিপিএইচ ইস্পাত। এরপরে অবস্থান করে ইসলামি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাব, ড্রাগন সোয়েটার। ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে চাটার্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পরের অবস্থানগুলোতে ছিল পাওয়ার গ্রিড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, আমান কটন। দরপতনে ছিল খান ব্রাদার্স পিপি, বিডি থাই, এমারেল্ড অয়েল, আমরা টেক, প্রাইম ফাইন্যান্স।