তিন কোম্পানির শেয়ার কারসাজিতে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে কারসাজির অভিযোগে মোট ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে এসব ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসির ৯৩৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সমীর সেকান্দারকে ৯ কোটি টাকা, মাহের সেকান্দারকে ১০ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ৪ কোটি ৯০ লাখ, আব্দুল মবিন মোল্লাকে ৯ লাখ, তাজবিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মবিন মোল্লাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সময়ে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কেনার করার জন্য পূর্বে ঘোষণা না দেওয়ায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৮৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়। ২০২১ সালের ২১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সমীর সেকান্দার, মাহের সেকান্দার ও আবু সাদাত মো. সায়েমকে যথাক্রমে ২৩ কোটি ২৫ লাখ, ৪২ লাখ টাকা ও ১৭ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আফরা চৌধুরি ও আনিকা ফারহিনকে যথাক্রমে ৩৫ লাখ ও ৭ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২১ সালের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কেনার আগে ঘোষণা না দেওয়ায় আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেড ও নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে রিসানা করিমকে ৬ কোটি, মো. সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ, নুরুন্নাহার করিমকে ১০ লাখ, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ২ কোটি ৪৬ লাখ, বিকন মেডিকেয়ার লিমিটেডকে ৫ কোটি ৫০ লাখ, মো. এখলাছুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, সভায় বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের গত পাঁচ বছরের স্পেশাল অডিট সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।