ইপিএস কমেছে প্যারামাউন্ট টেক্সটাইলের

পুঁজিবাজারে বস্ত্রখাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় কমেছে ২৭ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিএস কমার কারণ হিসেবে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে প্যারামাউন্টের এক সহযোগী কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। এছাড়াও ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়াতে অর্থায়নের ব্যয় বেড়ে গেছে। ইপিএস কমে যাওয়ার এটাও আরেকটি কারণ।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১ টাকা ৬৭ পয়সা; গত বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৩২ পয়সা। নগদ অর্থপ্রবাহ বৃদ্ধির কারণ এর একটি সহায়ক কোম্পানি যথেষ্ট পরিমাণে লাভ করেছে। কারণ সহায়ক কোম্পানির পরিচালন ব্যয় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪১ টাকা ৭২ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য বেড়েছে ৯৯ পয়সা।
গত এক বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৪ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা ১০ পয়সা।
প্যারামাউন্ট গত কয়েক বছরে মোটামুটি ভালোমানের লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরি ধরে রেখেছে। কোম্পানিটি ২০২০ সালে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনা লভ্যাংশ, ২০২১ সালে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ২০২২-২৩ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। প্যারামাউন্ট টেক্সটাইল ২০১৩ সালে পুঁজিবাজারে আসে।
Comments