হারের কারণ জানিয়ে যা বললেন টাইগার অধিনায়ক
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্ট হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হয় টাইগাররা। আগে ব্যাট করে ২৯৪ রানের সংগ্রহ নিয়েও ক্যারিবীয়দের কাছে হারে টাইগাররা। তবে ম্যাচ হারলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সেন্ট কিটসে এ দিন দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, '(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলারদের জন্য দিনটা কঠিন ছিল।'
ওপেনিং জুটি শুরুটা বেশ ভালোই করেছিল। দলীয় ৩৪ রানে সৌম্য ফিরলেও এক প্রান্ত একাই আগলে রেখেছিলেন তানজিদ হাসান তামিম। লিটন দাস টিকতে পেরেছেন মাত্র ৭ বল। তারপর তৃতীয় উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে এগোতে থাকেন তানজিদ।
দলীয় ১২৫ রানে ৬০ রান করে আউট হন তামিম। দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া আফিফ হোসেন ধ্রুব একেবারে খারাপ করেননি। ২৯ বল খেলে করেছেন ২৮ রান। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৫০ রানে। জাকের আলী অনিক করেছেন ৪০ বলে ৪৮ রান।
ব্যাটিংটা ঠিকঠাক হলেও বোলিংয়ে মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়াই হারের কারণ হিসেবে মনে করছেন মিরাজ। 'আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি, উইকেট পাইনি, এটাই হতে পারে। পিচে এখনও দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।'