পতন দিয়ে শুরু সপ্তাহের প্রথমদিনের লেনদেন
পুঁজিবাজারে রোববার সপ্তাহের প্রথমদিনের লেনদেন শেষ হয় পতন দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতনের পাশাপাশি লেনদেনেও পতন হয়। লেনদেন শুরু হয় সূচকের নিম্নমুখী গতি দিয়ে। এরপর সূচকের ওঠানামার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্সের ৭ দশমিক ৫৪ পয়েন্ট পতন হয়। বেলা ১২টা তিন মিনিটে প্রধান সূচক আজকের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ২০২ পয়েন্টে উঠেছিল। লেনদেন শেষে ডিএসই শরীয়াহ সূচকের পতন হয় ১ দশমিক ৩৫ পয়েন্ট। ডিএস ৩০ সূচকের পতন হয় ৫ দশমিক ১৯ পয়েন্ট।
১৭৫টি কোম্পানির দরপতন হয়। দর বেড়েছে ১৪৮টির। অপরিবর্তিত ছিল ৭২ কোম্পানির দর। এদিন ১৬ কোটি ৭০ লাখ শেয়ার এক লাখ ৪১ হাজার ৫৭৭ বার হাতবদল হয়। লেনদেন হয় ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার।
এদিন লেনদেনে নেতৃত্ব দেয় এনআরবি ব্যাংক। কোম্পানিটির ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে শীর্ষ দশের তালিকায় ছিল সি পার্ল রিসোর্ট, জেনেক্স ইসফোসিস, বিএসসি, ইন্ট্রাকো, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাব, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি।
দরবৃদ্ধির শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মন্নু ফ্যাব্রিক্স, এমারেল্ড অয়েল, দেশবন্ধু, ড্রাগন সোয়েটার, ডোমিনেজ স্টিল, এইচ আর টেক্স, সাইফ পাওয়ার, ফু ওয়াং সিরামিক, গোল্ডেন সন।
দরপতনের শীর্ষে ছিল বীমা খাত। দরপতনের শীর্ষ দশের তালিকায় ৫টি ছিল বীমা খাতের কোম্পানি। এগুলো হলো তাকাফুল ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, নর্দার্ন ইন্সুরেন্স, পদ্মা লাইফ ও সিটি জেনারেল ইন্সুরেন্স।