গ্রীণ ডেল্টায় ইন্টারন্যাশনাল ম্যান’স ডে উদযাপন
নারীদের পাশাপাশি পুরুষদের জীবনেও অনেক চাপ আছে, চ্যালেঞ্জ আছে। কর্মক্ষেত্র ছাড়াও পারিবারিক দায়িত্ব, সন্তানদের ভবিষ্যৎ, নানা প্রকার আর্থিক বোঝা সবকিছু নিয়েই তাদের ভাবতে হয় রোজ। সারাদিন এসব চাপ সামলেও তারা হাসিমুখে থাকেন। আনন্দে রাখেন পরিবারের অন্যদেরও। আমাদের চারপাশের এমন পুরুষরাই সত্যিকারের পুরুষ। পাশাপাশি তারা আমাদের রোল মডেলও।
নভেম্বর মাসে তাই তাদের জন্য বরাদ্দ রয়েছে একটি বিশেষ দিন। ১৯ নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যান'স ডে বা বিশ্ব পুরুষ দিবস। বুধবার এ দিবসটি অনাঢ়ম্বরভাবে উদযাপন হয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠান এবং এর সাবসিডিয়ারি সমূহের পুরুষ কর্মকর্তাদের জন্য নিবেদিত এই অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন গ্রীণ ডেল্টা পরিবারের প্রাণ পুরুষ চিফ এডভাইজার নাসির এ চৌধুরী। তিনি সবাইকে শুভেচ্ছে জানান এবং প্রত্যাশা করেন নারী পুরুষ নির্বিশেষে সবাই একটি সুস্থ কর্মপরিবেশ তৈরি করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন।
ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী সমাজ, পরিবার এবং কর্মক্ষেত্র সব জায়গায় নারীদের মতো পুরুষদেরও শারীরিক স্বাস্থ্য সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, সমাজে ও পরিবারের মতো কর্মক্ষেত্রেও পুরুষের অবদানকে উদযাপন করতেই এই আয়োজন করা হয়েছে।
ফারজানা চৌধুরী বলেন, গ্রীণ ডেল্টা পরিবারে লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিত করতে এবং নারী পুরুষ সবার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবসময় সচেষ্ট। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন সাদাফ নাসির।
সবশেষে সব পুরুষ সহকর্মীর হাতে উপহার তুলে দেয়া হয়।