কিরণের সঙ্গে ডিভোর্স বিষয়ে মুখ খুললেন আমির খান
বলিউড তারকা আমির খান এবং প্রযোজক ও পরিচালক কিরণ রাও ২০২১ সালের মার্চে হঠাৎই ঘোষণা দেন, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর ডিভোর্সের পর সন্তানদের জন্য তাদের কয়েকবার একসঙ্গেও দেখা গেছে। তবে কখনো ডিভোর্স নিয়ে সেভাবে কথা বলতে দেখা যায়নি তাদের।
এরপর যতবারই ডিভোর্স নিয়ে প্রশ্ন উঠেছে, ততবারই যার যার মতো করে এড়িয়ে গেছেন বিষয়টি। তবে দু'জনই নিজেদের মধ্যকার বন্ধুত্ব সম্পর্কের কথা বলেছেন। সম্প্রতি ডিভোর্স নিয়ে কথা বলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তাও আবার সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পাশে বসেই কথা বলেছেন আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আমির খান ও কিরণ রাওয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে হলিউড রিপোর্টার ম্যাগাজিনে। সেখানেই তারা নিজেদের মধ্যকার বর্তমান সম্পর্ক এবং ডিভোর্স নিয়ে কথা বলেছেন।
আমির খান বলেন, এই ডিভোর্স আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনোরকম প্রভাব ফেলেনি। কাজের দিক থেকে নয়ই, এমনকি ব্যক্তিগতভাবেও নয়। বরং আমাদের দু'জনকে ব্যতিক্রমভাবে জীবন দেখাতে শিখিয়েছে।
তিনি বলেন, আমরা দু'জন এখন বন্ধু। আগেও দারুণ বন্ধু ছিলাম। হ্যাঁ, এটা সত্য যে আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি। তবে দু'জনার মধ্যে যোগাযোগ, আন্তরিকতা একইরকম আছে। যা আমরা উভয়ই উপভোগ করি। এ ধরনের সম্পর্কই আমাদের সবকিছুর ভিত।
এদিকে ব্যক্তিগত ব্যাপারে খুব একটা কথা বলতে দেখা যায়নি অভিনেতার স্ত্রী কিরণ রাওকে। তবে ডিভোর্স পরবর্তী সময়ে আমির যে তার ভালো বন্ধু, সেটি বার বার স্বীকার করেছেন। আর ডিভোর্সের পর যে ভালো আছেন, সেটিও জানিয়েছেন বলিউড প্রযোজক-পরিচালক।