নতুন মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
ঢাকার গুলশান ও কোতোয়ালি থানার পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে আদালত গ্রেপ্তার দেখিয়েছে। গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল এবং কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফকে এই আদেশ দেওয়া হয়।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে উভয়কে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এ সময় তারা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। শুনানির পর প্রথমে নজরুল ও পরে আরিফকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল গত ৩০ অক্টোবর নজরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক অনুতাপ ঘোষ গত ২৮ অক্টোবর আরিফ হাসানের বিরুদ্ধে একই ধরনের আবেদন করেন।
গুলশান থানার হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর বাটার গলি এলাকায় কামাল হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় গুলশান থানায় চলতি বছরের ৭ জুলাই মামলা দায়ের করা হয়।
কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত বছরের ৫ আগস্ট কোতোয়ালী থানার সিএমএম কোর্ট এলাকায় রোফায়েদ হাসানসহ ২৫–৩০ জন ব্যক্তি গুলির শিকার হন। ঘটনায় রোফায়েদ গুরুতর আহত হয়ে চিকিৎসা নেওয়ার পরও এখনো শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছে। তাঁর পক্ষে গত বছরের ১৪ নভেম্বর নয়ন হোসেন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
Comments