করাচির গুল প্লাজার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিহত ১৪, নিখোঁজ অর্ধশতাধিক
পাকিস্তানের করাচির এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৩৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় ধসে পড়তে পারে। এখনো ৫৪ থেকে ৫৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) পর্যন্ত এই অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত, যার মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মী রয়েছেন। এখনো ৫৪ থেকে ৫৯ জন নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে বহুতল শপিং সেন্টারটিতে আগুন লাগে, যা রোববার দিনভর জ্বলতে থাকে। আগুনের তীব্রতায় ভবনের কিছু অংশ ধসে পড়ে। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, মূল আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে কেবল ঠান্ডা করার কাজ ও ধ্বংসস্তূপ সরানোর অভিযান চলছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
চিফ ফায়ার অফিসার হুমায়ুন আহমেদ বলেন, 'ভবনের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন আর আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে না।
রোববার রাত থেকে ধ্বংসস্তূপ থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে। আহত প্রায় ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে আহতদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন।
নিখোঁজদের সন্ধানে পুলিশ মোবাইল ফোন ডেটা ব্যবহার করছে এবং একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এদিকে ইদি ফাউন্ডেশন জানিয়েছে, ৫৫ জনের বেশি নিখোঁজ ব্যক্তির স্বজন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্তৃপক্ষ জনগণকে ভবনটির আশপাশে ভিড় না করার আহ্বান জানিয়েছে।
Comments