তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১
তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি লরির সঙ্গে আন্তঃনগর বাসের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের কার্যালয়।
সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, আদানা এবং গাজিয়ানটেপ শহরকে সংযুক্তকারী মহাসড়কে ভোরের আগে এই ঘটনা ঘটে। একটি বাস আর্টিকুলেটেড লরির পেছনে ধাক্কা খেলে টায়ার ফেটে যায়।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান অংশটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
ওসমানিয়ে গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, নিহত এবং আহতরা সকলেই বাসে ছিলেন। নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া লরি চালককে আটক করা হয়েছে এবং পুলিশ রাস্তা বন্ধ করে দিয়েছে।
Comments