জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজার আবেদন
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে মেয়র নির্বাচনে জয়ী হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ চাকরির জন্য আবেদন করেছেন।
মামদানির ট্রানজিশন দল জানিয়েছে, তারা সব স্তরের অভিজ্ঞতার মানুষকে আবেদন করার আহ্বান জানিয়েছে। এতে প্রবেশিক শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতিনির্ধারকরা অংশ নিতে পারেন, যারা 'ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে চান'। আবেদন জমা দেওয়ার জন্য ট্রানজিশন দলের ওয়েবসাইট transition2025.com ব্যবহার করা হয়েছে।
মামদানি এই বিশাল আবেদন প্রবাহকে 'নিউইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলন' হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এটি নাগরিকদের প্রশাসনের প্রতি আস্থার প্রতিফলন। ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক এলানা লিওপোল্ড এক লিখিত বিবৃতিতে বলেন, '৫০ হাজার আবেদনকারী প্রমাণ করছেন যে তারা সরকারে সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত।'
যদিও এখনো স্পষ্ট নয়, মামদানির প্রশাসন নতুন পদগুলো কখন পূর্ণ করবে।
এদিকে, ট্রানজিশন দল মাত্র ৩০ ঘণ্টার কম সময়ে ৭ হাজারের বেশি দাতার কাছ থেকে ৫ লাখ ১৭ হাজার ৯৪৭ ডলার তহবিল সংগ্রহ করেছে, যা আগের মেয়রদের একত্রিত দাতা সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
নিউইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র হিসেবে মামদানি নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী জয়ের পিছনে মূল ভূমিকা রেখেছে তরুণ ভোটারদের সমর্থন, যারা সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতির সঙ্গে সংযুক্ত।
মামদানির নির্বাচনী নীতিমালায় প্রধানভাবে ছিল স্থিতিশীল অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখা, বিনামূল্যে বাস সেবা সম্প্রসারণ এবং নাগরিকদের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
মামদানি প্রাক্তন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কিউমোকে পরাজিত করে ২০২৬ সালের ১ জানুয়ারি গ্রেসি ম্যানশনে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ
Comments