পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ: ৫ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। শান্তি ফেরানোর আলোচনার মধ্যেই গত শুক্র ও শনিবার সংঘর্ষে ৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেইসঙ্গে আফগানিস্তান থেকে আসা ২৫ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবিও করেছে তারা।
গতকাল রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে ৫ জন সেনা নিহত হওয়ার খবর জানিয়ে বলা হয়, তাদের সেনারা কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের অন্তত দুটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং ২৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
তালেবান প্রশাসন আফগানিস্তানে সক্রিয় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করে তারা।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, এই অনুপ্রবেশের চেষ্টা আফগানিস্তানের ভূমি থেকে উদ্ভূত 'সন্ত্রাস' দমনে কাবুল যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকার নতুন এ সংঘর্ষ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা বারবার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার পাল্টা অভিযোগ তুলেছে।
চলতি মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ সীমান্তে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ওই সংঘর্ষ একটি পূর্ণমাত্রায় সংঘাতে রূপ নেওয়া আটকাতে আলোচনার জন্য শনিবার তুরস্কের ইস্তাম্বুলে গেছেন দুই দেশের প্রতিনিধিরা।
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কয়েকদিন আগে দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তির লক্ষ্য ছিল ২০২১ সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তে ঘটে যাওয়া সবচেয়ে তীব্র সংঘর্ষ থামানো। সীমান্তে ওই সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন।
Comments