সৌদিতে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় আহত ২৩

সৌদি আরবের তায়েফ নগরীর একটি বিনোদন পার্কে চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। এ ঘটনার পরই কর্তৃপক্ষ আল হাদা জেলায় অবস্থিত ওই পার্কটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। খবর আরব নিউজ
বুধবার (৩০ জুলাই) '৩৬০ বিগ পেন্ডুলাম' রাইডটি চলাচলের সময় ভেঙে পড়ে। এরপরই এক বিবৃতিতে তায়েফ গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুলআজিজ পার্কটি বন্ধের পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশের দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাইডটি হঠাৎ ভেঙে পড়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত রাইডে থাকা লোকজন অনেক ওপর থেকে নিচে পড়ে যান। এ সময় আশপাশ থাকা লোকজন চিৎকার করতে শুরু করেন।
দুর্ঘটনার পরই সৌদির জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দেশটির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির নাগরিকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাইডটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজনের আর্তচিৎকার শোনা যায়।
Comments