‘ধূমকেতু’ মুক্তির আগে মন্দিরে একসাথে দেব ও শুভশ্রী

টলিপাড়ায় নতুন আলোচনা শুরু হয়েছে দেব-শুভশ্রীকে নিয়ে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'ধূমকেতু'-র আগে মন্দিরে হাজির হন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই শোনা যাচ্ছিল, তারা একসঙ্গে মন্দিরে যাবেন কিনা। অনেকেই ভেবেছিলেন আলাদা আলাদাভাবে উপস্থিত হবেন, আবার অনেকে আশা করেছিলেন তাঁদের একসঙ্গে দেখতে পাবেন।
সব বিতর্ক ও কৌতূহলকে দূরে সরিয়ে দেব-শুভশ্রী একসঙ্গে মন্দিরে হাজির হন। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। তারা একসঙ্গে মন্দিরে গিয়ে পূজা করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখা দেন তারা। একে অপরের হাত ধরে ছাদের প্রান্তে দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ান। কিন্তু সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে, যখন ভিড় ঠাসা জনতার মধ্যে দিয়ে দেব শুভশ্রীকে হাত ধরে সাবধানে গাড়িতে তুলে দেন এবং তারপর নিজেও সেই গাড়িতে ওঠেন।
এই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন, কেউ লিখেছেন, 'এটা ওর দায়িত্ব', কেউ লিখেছেন, 'উফ কী সুইট', আবার কেউ লিখেছেন, 'দেখলে মনে হয় সব পরিপূর্ণ'।
প্রসঙ্গত, 'ধূমকেতু'-র শ্যুটিং শুরু হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। নানা জটিলতার কারণে মুক্তি পেতে দেরি হয়। কিন্তু ১৪ অগস্ট অবশেষে দর্শকরা বহু বছর পর ফের দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পারবেন। এই জুটি এক সময় টলিউডের অন্যতম হিট জুটি হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিল।
Comments