ইউটিউব ইতিহাসে রেকর্ড গড়ল ‘মিস্টার বিস্ট’

'টি-সিরিজ'কে পেছনে ফেলে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে গেল 'মিস্টার বিস্ট' ইউটিউব চ্যানেল। আর এ ইউটিউব চ্যানেলের একক ইউটিউবার হিসেবে বিশ্বের সেরা ইউটিউবারের খেতাব জিতেছেন ইউটিউবার সুপারস্টার জিমি ডোনাল্ডসন।
গত ১ জুন জিমি ডোনাল্ডসনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি। ইউটিউবে একক কোনো ইউটিউবার হিসেবে এ অসাধারণ সাফল্য অর্জন করেন জিমি। এ কারণে তাকে বিশেষ সম্মাননা প্রদান করে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের সিইও নীল মোহান বিশেষ প্লে বাটন ট্রফি প্রদান করেন জিমিকে। পুরস্কার পাওয়া এ ট্রফি প্রচলিত স্বর্ণ বা ডায়মন্ড প্লে বাটনের মতো নয়। এতে ব্যবহার করা হয়েছে একটি ধাতব ফ্রেম, যার কেন্দ্রবিন্দুতে বসানো হয়েছে এক বিরল নীল রত্ন।
ইউটিউবার হিসেবে সাফল্য অর্জনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন জিমি। লেখেন, এক দশক আগে সবাই বলত আমি কনটেন্ট নিয়ে অতিমাত্রায় আসক্ত আর কখনো সফল হতে পারব না। আমি কনটেন্ট বানাতে এত ভালোবাসতাম যে মাকে বলেছিলাম গরিব হয়ে গেলেও অন্য কিছু করব না। ইউটিউব এবং তোমাদের জন্য আজ আমার প্রতিটি দিন অর্থপূর্ণ।
জিমি ডোনাল্ডসন শুধু একজন ইউটিউবারই নন, একজন সফল উদ্যোক্তাও। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। নিজের অর্জিত অর্থে আনুমানিক ১ বিলিয়ন ডলারের মালিক তিনি। অর্থের হিসাবে বিশ্বের অষ্টম এবং ৩০ বছরের নিচে একমাত্র বিলিয়নিয়ার বলা যায় তাকে।
প্রসঙ্গত, সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে মিস্টার বিস্টের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় গানের চ্যানেল টি-সিরিজ। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি। আর তৃতীয় অবস্থানে রয়েছে শিশুতোষ চ্যানেল 'কোকোমেলোন'। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৯৬ মিলিয়ন বা ১৯ কোটি ৬ লাখ।
Comments