বন্ধু দিবসে বন্ধুত্ব নিয়ে সেরা দশ সিনেমা

বন্ধুত্ব-সিনেমার অন্যতম চিরন্তন বিষয়। বলিউড থেকে হলিউড, এমনকি ঢালিউডের পর্দাতেও বন্ধুত্বের গল্প এসেছে বারবার। তবে কিছু কিছু ছবি বন্ধুত্বকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, দেখিয়েছে সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকগুলো। বন্ধু দিবস উপলক্ষে বিশ্বের সেরা দশ বন্ধুত্বের সিনেমা-
১. হ্যারি পটার সিরিজ
হ্যারি, হারমায়োনি আর রন-জাদুর দুনিয়ার এই তিন কিশোর–কিশোরীর বন্ধুত্ব মন ভোলেনি এমন দর্শক পাওয়া কঠিন। জে. কে. রাউলিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে প্রথম সিনেমা মুক্তি পায় ২০০১ সালে, ক্রিস কলাম্বাসের পরিচালনায়। পরের এক দশকে আটটি কিস্তিতে গড়া এই সিরিজ প্রতিটিই ছিল ব্লকবাস্টার হিট। হগওয়ার্টসকে ভলডেমর্টের হাত থেকে বাঁচাতে তিন বন্ধুর প্রতিটি অভিযান দর্শকের হৃদয়ে গেঁথে গেছে।
২. দীপু নাম্বার টু
মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের নির্মাণ। নতুন স্কুলে এসে দুষ্টু তারিকের সঙ্গে দীপুর প্রথমে ঝগড়া, পরে গভীর বন্ধুত্ব-আর সেই বন্ধুত্বের জোরেই দেশদ্রোহী ডাকাত দলকে পরাস্ত করা। অরুণ সাহা ও বুলবুল আহমেদের অভিনয় ছবিটিকে স্মরণীয় করে তুলেছে।
৩. দ্য পার্কস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার
স্টিভেন চবোস্কির পরিচালনায় কিশোর বয়সের এক নিখুঁত ছবি। বিষণ্নতায় ভোগা চার্লি, আর তার নতুন বন্ধু স্যাম ও প্যাট্রিকের বন্ধন বদলে দেয় তার জীবন। বন্ধুত্ব, ভালোবাসা আর কৈশোরের জটিলতার গল্পে লোগান লারম্যান, এমা ওয়াটসন ও এজরা মিলারের অসাধারণ অভিনয় ঝড় তোলে দর্শকের মনে।
৪. দিল চাহতা হ্যায়
ফারহান আখতারের প্রথম পরিচালনা, আর তাতেই বলিউডে নতুন ধারার সূচনা। মুম্বাইয়ের তিন উচ্চবিত্ত যুবকের গল্প-আকাশ, সামির ও সিদ্ধার্থ-যাদের জীবনে প্রেম, ভুলবোঝাবুঝি আর বন্ধুত্বের উষ্ণতা মিশে আছে। শঙ্কর–এহসান–লয়ের সঙ্গীত এবং তারকাদের অনবদ্য রসায়ন ছবিটিকে করে তুলেছে কালজয়ী।
৫. থ্রি ইডিয়টস
ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধু- রাঞ্চো, ফারহান ও রাজুর গল্প শুধু বিনোদনই দেয়নি, প্রশ্ন তুলেছে শিক্ষাব্যবস্থা নিয়েও। রাজকুমার হিরানির পরিচালনায় আমির খান, আর. মাধবন ও শারমন জোশির অভিনয় বন্ধুত্বের অর্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।
৬. ই.টি.
স্টিভেন স্পিলবার্গের ১৯৮২ সালের সায়েন্স ফিকশন ক্লাসিক। ভিনগ্রহের প্রাণী 'ই.টি.' আর ছোট্ট এলিয়টের বন্ধুত্ব দর্শকদের শৈশব স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। বন্ধুত্ব যে প্রজাতি-সীমা মানে না, তারই অনন্য উদাহরণ এই ছবি।
৭. রকফোর্ড
নাগেশ কুকুনুরের বাস্তবধর্মী গল্প। বোর্ডিং স্কুলে ভর্তি হওয়া কিশোর রাজেশের বন্ধু সেলভারের সঙ্গে বেড়ে ওঠা, প্রথম প্রেম আর কৈশোরের আবেগ-সরল অথচ হৃদয়ছোঁয়া উপস্থাপনায় ছবিটি ভারতীয় কিশোর চলচ্চিত্রের মাইলফলক হয়ে উঠেছে।
৮. ব্যাচেলর
মোস্তফা সরোয়ার ফারুকীর নগরজীবনের গল্প। একদল অবিবাহিত তরুণ–তরুণীর ভালোবাসা, দ্বন্দ্ব, টানাপোড়েন আর বন্ধুত্ব-যেখানে জয়া আহসান, অপি করিম, ফেরদৌস আহমেদ, আহমেদ রুবেল ও হুমায়ূন ফরীদি মিলে নির্মাণ করেছেন জীবন্ত এক প্রতিচ্ছবি।
৯. থেলমা অ্যান্ড লুইস
রিডলি স্কটের নারীবাদী রোড–মুভি, যেখানে দুই নারীর বন্ধুত্বই হয়ে ওঠে একে অপরের রক্ষাকবচ। গ্রিনা ডেভিস ও সুসান স্যারান্ডনের রসায়ন এবং ব্র্যাড পিটের প্রথম দিকের অভিনয় ছবিটিকে দিয়েছে কাল্ট মর্যাদা।
১০. টয় স্টোরি
উডি আর বাজ-অ্যানিমেশন জগতের সবচেয়ে প্রিয় বন্ধু জুটি। পিক্সারের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি হিসেবে এটি যেমন প্রযুক্তিগত বিপ্লব এনেছে, তেমনি দেখিয়েছে প্রতিদ্বন্দ্বীও কিভাবে হয়ে উঠতে পারে আজীবনের বন্ধু।
Comments