অধিক দামে চাষীদের কাছে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অধিক দামে চাষীদের কাছে সার বিক্রির অভিযোগে কীটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় মুদি ও কিটনাশক সার-বীজ দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার [ (টিএসপি ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০, টিএসপি (বাংলা)) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করার অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সকের স্বত্বাধিকারীরা কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উল্লেখ্য, ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এসময় সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Comments