রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় স্নাতক পরীক্ষার্থীর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত স্নাতক পরীক্ষার্থী আশরাফুল ইসলাম (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার আজিজুল হকের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের একটি ফসলি ক্ষেত থেকে আশরাফুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া শাহিন বেপারি (২৬)-এর নেতৃত্বে ৮–১০ জনের একটি সশস্ত্র কিশোর গ্যাং পূর্বপরিকল্পিতভাবে আশরাফুলের ওপর হামলা চালায়। ইট ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাতসহ বেধড়ক মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আশরাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় হত্যা চেষ্টা মামলা করেন। পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্ত শাহিন বেপারিকে গ্রেপ্তার করেছে। আশরাফুলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Comments