সমর্থকদের ছাড়াই বিশ্বকাপে খেলতে হবে ব্রাজিলকে!

আগামী বছরের ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এখন পর্যন্ত প্রতি বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল। যেখানেই সেলেসাওরা খেলুক, স্টেডিয়াম সবসময় ভরা থেকেছে। তবে আসন্ন বিশ্বকাপে সেটা দেখা না-ও যেতে পারে। কূটনৈতিক উত্তেজনার কারণে টুর্নামেন্টে সমর্থকদের নিয়ে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেতে পারে।
দ্য সান-এর প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ভিসা জটিলতা তৈরি হতে পারে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন। যা বিশ্বকাপ চলাকালীন সময়েও কার্যকর থাকতে পারে।
এরইমধ্যে ওয়াশিংটনে সফররত ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া-অ্যালিসনদের মতো তারকা খেলোয়াড়দের মাঠের লড়াই ব্রাজিলীয় সমর্থকদের সরাসরি দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে হয়তো তাদের টিভি স্ক্রিনের মাধ্যমেই প্রিয় দলকে সমর্থন জানাতে হবে।
বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের কাছ থেকে প্রত্যাশা সবসময়ই বেশি। ২০১৯ কোপা আমেরিকার পর আর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা না জিতলেও তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে সেলেসাও সমর্থকরা। ফিফা এখনো ভিসার বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ফুটবল অঙ্গনে এ নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে।
Comments