যেখানে স্বপ্ন আর সাহস হাত ধরে চলে—‘বি হ্যাপি’

এক মেয়ের নাচের স্বপ্ন, এক বাবার ভয় আর এক দাদার নিঃশর্ত সমর্থন-এই টানাপড়েনের মাঝেই গড়ে উঠেছে 'বি হ্যাপি'-এর আবেগঘন গল্প। মায়ের মৃত্যুর পর পাহাড়ের নিস্তব্ধ গ্রামে বাবা শিব আর দাদা নাদারের স্নেহে বড় হয় ধারা। তার স্বপ্ন-সুপারস্টার ড্যান্সারের মঞ্চে দাঁড়িয়ে নাচা। কিন্তু বাবা চান, মেয়ে আগে 'মানুষের মতো মানুষ' হয়ে উঠুক।
নাচের প্রতি ধারার জেদ, বাবার ভয় আর দাদার উৎসাহ মিলিয়ে গল্প এগিয়ে চলে মুম্বাইয়ের ঝলমলে মঞ্চের দিকে।
'বি হ্যাপি' এমন এক ছবি, যা দেখে আপনার মুখে হাসি আর চোখে জল দুটোই একসঙ্গে আসবে। মা-হারা একটি মেয়ের স্বপ্নপূরণের গল্প আমাদের মনে করিয়ে দেয়-স্বপ্ন দেখতে জানলেই সাহসও চলে আসে। ধারা বাবার কাছে শুধু পড়াশোনায় ভালো করা মেয়েটিই।
কিন্তু নাচের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে খুঁজে পায় সে। পাহাড়ের নীরব গ্রামে বাবার কড়া শাসনের মাঝেও দাদার উৎসাহ আর নিজের অদম্য ইচ্ছাশক্তি তাকে নাচ শেখায়। তার লক্ষ্য-সুপারস্টার ড্যান্সারের মঞ্চে পৌঁছানো।
গল্পের আসল দ্বন্দ্ব শুরু হয় তখনই, যখন ধারা মুম্বাইয়ের এক নামকরা নাচের একাডেমিতে সুযোগ পায়।
মেয়েকে নিজের স্বপ্নের পথে এগোতে দেবেন, নাকি ভয় আর কুসংস্কারের বেড়াজালে আটকে রাখবেন-এই প্রশ্নে দোদুল্যমান হয়ে পড়েন বাবা শিব। বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েন আর পাহাড়ি জীবনের সরলতা ও মেট্রোপলিসের জটিলতার সংঘাত সিনেমাজুড়ে হৃদয় ছুঁয়ে যায়।
শিবের চরিত্রে অভিষেক বচ্চন অনবদ্য। রাগ, জেদ আর ভেতরের কোমলতা একসঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। ধারা চরিত্রে ছোট্ট ইনায়েত ভার্মা অসাধারণ।
তার নিষ্পাপ চোখে স্বপ্নের দীপ্তি আর মঞ্চে ওঠার মুহূর্তগুলো দর্শককে আবেগে ভাসিয়ে নিয়ে যায়। নোরা ফাতেহির কোরিওগ্রাফি আর উপস্থিতি সিনেমাটিকে আরও রঙিন করে তুলেছে। নাসার, জনি লিভার আর অতিথি শিল্পীদের ছোট ছোট দৃশ্যও গল্পে প্রাণ জুগিয়েছে। গানগুলো মধুর, কোরিওগ্রাফি দারুণ আর আবেগগুলো গল্পজুড়ে ছড়িয়ে আছে।
ছবিটি পরিবার নিয়ে দেখার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ আর আবেগ একসঙ্গে বয়ে চলে। ক্লাইম্যাক্সে ধারা যখন মঞ্চে ওঠে, মনে হয় পুরো পর্দাজুড়ে আবেগের রংধনু ছড়িয়ে গেছে। আর সিনেমা যখন শেষ হয়, মনে হয়-এভাবে শেষ হলো কেন? কী অনন্য এক অভিজ্ঞতা হয়ে রইল!
'বি হ্যাপি' কেবল আরেকটি নাচের সিনেমা নয়। এটা স্বপ্ন আর সম্পর্কের গল্প-যা আপনাকে হাসাবে, কাঁদাবে আর মনে করিয়ে দেবে-মানুষ শুধু মানুষ নয়, তার স্বপ্নও তাকে মানুষের মতো করে তোলে। অ্যামাজন প্রাইমে পাওয়া যাবে ছবিটি।
Comments