আমির খানের প্রথম সংসার ভেঙ্গেছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য

বলিউডের জনপ্রিয় অভিনতো আমির খান প্রথম বিয়ে করেছিলেন রিনা দত্তকে। নিজের প্রথম ছবি 'কায়ামত সে কায়ামত তক' ছবি মুক্তির আগেই আইনি মতে রিনাকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। কিন্তু সেই বিয়ে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্য বরবাদ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।
আমির বলেন, 'আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, তারপর বাড়ি ফিরে আসি এমনভাবে, যেন কিছুই হয়নি আমরা ভাবছিলাম, সবাই জিজ্ঞেস করবে—'এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু সেদিন ছিল ভারত-পাকিস্তান ম্যাচ, সবাই এতটাই ম্যাচে ডুবেছিল যে কেউ বুঝতেই পারেনি যে আমরা সারা দিন বাড়িতে ছিলাম না।'
সেই ম্যাচই আমিরের জন্য বিষাদের কারণে পরিণত হয়। তিনি বলেন, 'সেই দিনটা ছিল সেই ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচ। যেখানে শেষ বলে জাভেদ মিয়াঁদাদ ছক্কা মেরে ভারতকে হারিয়ে দিয়েছিলেন। সেদিন আমরাই জিতছিলাম, তাই কারো মনেই পড়েনি আমাদের খোঁজ নেয়ার কথা। আমিও বাড়ির সবার সঙ্গে বসে ম্যাচ দেখছিলাম, কিন্তু জাভেদের সেই ছক্কা আমার দিনটা একেবারে বরবাদ করে দিল।'
পরবর্তীতে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে আমির বলেন, 'একবার বিমানে জাভেদ ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমি বলি, 'জাভেদ ভাই, আপনি ঠিক করেননি। আপনি আমার বিয়েটা বরবাদ করে দিয়েছেন।' উনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, 'কীভাবে?' তখন আমি বলি, 'সেদিন আপনি ছক্কা মেরেছিলেন। আর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম'।
পরে তাদের গোপন বিয়ের কথা জানতে পেরে রীনার পরিবার মোটেও খুশি হয়নি। এমনকি রীনার বাবা হৃদরোগে আক্রান্ত হন। তবে এই ঘটনাই শেষ পর্যন্ত দুই পরিবারকে কাছাকাছি আনে। তবে ২০০২ সালে আমির ও রীনার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।
Comments