কুয়েটের নতুন উপাচার্য ড. মাকসুদ হেলালী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি বুয়েট থেকে অবসর নেয়ার সময় যে বেতন-ভাতা পেতেন, বিশ্ববিদ্যালয় থেকেও সমপরিমাণ সুবিধা পাবেন। একইসঙ্গে, তিনি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
Comments