পাঁচ ব্যাংক একীভূত করার খবরে ব্যাংকখাতে ব্যাপক ধস

আর্থিক সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার খবরে পুঁজিবাজারে ব্যাংকের শেয়ার লেনদেনে ধস নেমেছে। একীভূত হওয়া পাঁচটি ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকায় এদের শেয়ারের দাম ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে ৫ টাকারও নিচে নেমে গেছে।
এ বছরের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাবলিক শেয়ারহোল্ডিং ছিল ৬৫ শতাংশ, বর্তমানে শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সায় নেমেছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩১.৪৬ শতাংশ শেয়ার ছিল পাবলিকের হাতে। শেয়ারটির বর্তমান দর ১ টাকা ৭০ পয়সা। সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮ শতাংশ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। বর্তমানে এই শেয়ারের দর তিন টাকা ৯০ পয়সায় ওঠানামা করছে। এক্সিম ব্যাংকের ৩৮.৩৬ শতাংশ শেয়ার পাবলিকের হাতে। এই শেয়ারের দর ৩ টাকা ৩০ পয়সা এবং ইউনিয়ন ব্যাংকের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। এই শেয়ার লেনদেন হচ্ছে ১ টাকা ৮০ পয়সায়।
শেয়ারদরের এই ধস সম্পূর্ণ ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১৭টির শেয়ার ফেসভ্যালু ১০ টাকার নিচে লেনদেন হচ্ছে। এরফলে পুঁজিবাজারে ব্যাপক ধস নেমেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে ১৪শ' কোটি টাকা লেনদেন হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেনদেন নেমে এসেছে ৬শ' কোটির ঘরে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮৬ পয়েন্ট।
শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকগুলোতে অস্থায়ী প্রশাসনিক দল নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়েছে।
Comments