লেনদেন সামান্য কমলেও সূচকের বড় উত্থান

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২৫ আগস্ট) বড় ধরনের উত্থান হয়েছে। দীর্ঘদিন পরে সূচক আজ ৫৪৫০ পয়েন্ট অতিক্রম করেছে। বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতি বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং বাজার আগামী কয়েকদিন স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি। এভাবে চললে সূচক ধীরে ধীরে ৬ হাজারের ঘর অতিক্রম করতে পারবে বলে তাঁদের প্রত্যাশা।
আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি উত্থান। উল্লেখ্য, রোববার সূচক বেড়েছিল ১৪ পয়েন্ট। শুধু সূচকই নয়, আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।
লেনদেনের পরিমাণ সামান্য কমলেও বাজারে ইতিবাচক মনোভাব লক্ষণীয়। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ সূচকের বড় উত্থান হলেও বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখার কৌশল নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বাজার আরও ভালো হওয়ার আশায় তারা বিক্রিতে আগ্রহ দেখাননি।
বাজারের এই ধারা বজায় থাকলে শিগগিরই পুঁজিবাজারে আরও বেশি প্রাতিষ্ঠানিক ও নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১২৮.৭৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৮টির শেয়ার দর বৃদ্ধি পায়, ১১৪টির দর কমে এবং ৪৪টির দর অপরিবর্তিত থাকে। দিনের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১,১৭৭ কোটি ৭৬ লাখ টাকায়, যা আগের কর্মদিবসের তুলনায় ২২ কোটি ৫০ লাখ টাকা কম। প্রায় ১৮২ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল বস্ত্র ও বীমা খাত।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২০ কোটি ৪০ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৩৪টি প্রতিষ্ঠান, যার মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ৩০টির অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯০.৯৩ পয়েন্ট বেড়ে ১৫,২৪৮.৫২ পয়েন্টে অবস্থান করছে।
Comments