টানা সাতদিন পতনের পরে আজ উত্থান

টানা সাত কর্মদিবসের ধারাবাহিক পতনের পর অবশেষে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সপ্তাহের শেষদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৩৬ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সাত কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক মোট ২২২ পয়েন্ট কমে যায়। এর মধ্যে রোববার সূচক কমেছে ৫৭ পয়েন্ট, সোমবার ৫১ পয়েন্ট, মঙ্গলবার ২৮ পয়েন্ট এবং বুধবার প্রায় অপরিবর্তিত থেকে মাত্র ১ পয়েন্ট কমেছে। দীর্ঘ পতনের এই ধারা আজ ভেঙে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
তবে সূচক বৃদ্ধি হলেও লেনদেনে তেমন গতি দেখা যায়নি। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ২ লাখ টাকা, যা আগের দিনের ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার চেয়ে সামান্য কম।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ১৫৪টির কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ৭ দশমিক ৩৪ পয়েন্ট, দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ৭৩ পয়েন্টে।
১২১ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ব্যাংক খাতে লেনদেন হয় ১০২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্রখাতে ৭০ কোটি টাকা লেনদেন হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৬ লাখ টাকার, অর্থাৎ একদিনে লেনদেন কমেছে ৫ কোটি ৫ লাখ টাকা। সিএসইতে আজ লেনদেন হওয়া ১২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৪ দশমিক ৭৯ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬০ দশমিক ২৯ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ১৮ দশমিক ৩০ পয়েন্ট।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘ পতনের পর আজকের সূচক বৃদ্ধি বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে। তবে লেনদেনের নিম্নগতি ইঙ্গিত করছে যে বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থান বজায় রেখেছেন।
Comments