সূচক ও লেনদেন নতুন মাইলফলকে, আস্থা ফেরাচ্ছে পুঁজিবাজারে

পুঁজিবাজারে সপ্তাহের শুরুটা চমক দিয়ে শুরু হলো। রোববার লেনদেন শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙ্গাভাব দেখা যায়। সূচক বাড়তে থাকে ধীরে ধীরে। লেনদেন শেষে সূচকের অবস্থান হয় বছরের সর্বোচ্চ অবস্থানে। একই দিনে লেনদেন ছাড়ায় ১১শ' কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হয় ১ হাজার ১৩৭ কোটি টাকার বেশি। চলতি বছরের মধ্যে এটিই সর্বোচ্চ লেনদেন। এতে নতুন করে আশা জাগছে বিনিয়োগকারীদের মধ্যে।এ
শুধু লেনদেন নয়, সূচকের দিক থেকেও দিনটি গুরুত্বপূর্ণ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯২ দশমিক ৭২ পয়েন্ট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ এবং একদিনে বৃদ্ধির দ্বিতীয় রেকর্ড। সূচকটি এখন দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এর আগে ১ অক্টোবর ২০২৪ সালে সূচক ছিল ৫ হাজার ৫৮৬ পয়েন্টের ঘরে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ৩৬ দশমিক ১০ পয়েন্ট, দাঁড়িয়েছে ২ হাজার ১৫০ দশমিক ৪৫ পয়েন্টে। ডিএসইএস সূচক বেড়েছে ২২ দশমিক ৯৪ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ১৯৩ দশমিক ৫৫ পয়েন্টে।
বাজার বিশ্লেষকদের মতে, মুদ্রানীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি ধীরগতিতে কমে আসা এবং জাতীয় নির্বাচনের আগাম বার্তা—সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এছাড়া কিছু কোম্পানির ভালো আর্থিক ফলাফল ও ডিভিডেন্ড ঘোষণা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নিয়েছে মোট ৩৯৮টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির, আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি বাজারে তারল্য বাড়ানোর জন্য ব্যাংকগুলোর সুদহার হ্রাস এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তাও বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবশেষ কার্যদিবসের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৭৪ কোটি টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–তেও দেখা গেছে লেনদেন ও সূচকে চাঙাভাব। সেখানে আজ লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের ১১ কোটি ৭৮ লাখ থেকে উল্লেখযোগ্য বেশি।
সিএসইতে আজ ২৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির, আর অপরিবর্তিত ছিল ২২টির দর।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭০ দশমিক ০৫ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭২ দশমিক ৪৪ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্টদের মতে, এক বছরের মধ্যে এমন লেনদেন ও সূচকের উত্থান বাজারে দীর্ঘ প্রতীক্ষিত আস্থার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি তারা সতর্ক করে বলছেন, এই গতি টেকসই করতে হলে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১৩৭ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক 'ডিএসইএক্স' ৯২ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক 'ডিএসইএস' ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্ট এবং 'ডিএস-৩০' সূচক ৩৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ
এদিন ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮ টি কোম্পানির, বিপরীতে ১২২ টির দর কমেছে। পাশাপাশি ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
Comments