শুরুতে পতন হলেও শেষপর্যন্ত উত্থান

আগেরদিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮২ পয়েন্টের বেশি উত্থানের পর বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আজও বাজারে চাঙ্গা প্রবণতা দেখা যাবে। কিন্তু দিনের শুরুতেই সেই প্রত্যাশায় কিছুটা ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য নতুন শুল্কনীতি চূড়ান্ত করার খবরে উভয় বাজারেই নেতিবাচক প্রবণতা লেনদেন শুরু হয়।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্টের বেশি পড়ে যায়, যা বাজারের জন্য একটি অপ্রত্যাশিত ধাক্কা। এই নেতিবাচক প্রবণতা মূলত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি সংক্রান্ত খবরের প্রভাবে ঘটেছিল বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বড় উত্থানের পরের দিনেই সূচকের পতন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছিল।
পরে পতনের প্রাথমিক ধাক্কা সামলে বাজার কিছুটা উত্থান প্রবণতা ফিরলেও বেলা ১টার পর ডিএসইর লেনদেন আবারও বড় পতনের দিকে মোড় নেয়। এই সময়ে সূচকের পতন বেড়ে ২৬ পয়েন্টে উঠে যায়। এই পতনের প্রধান কারণ ছিল ব্যাংক খাতের শেয়ারের সংশোধন। গতকাল ব্যাংক খাতের শেয়ারে যে বড় উল্লম্ফন দেখা গিয়েছিল, তাতে বিনিয়োগতারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা দেখা যায়।
বেলা দেড়টার পর ব্যাংক খাতের শেয়ার কিছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করলে সূচকেও উর্ধ্বগতি ফিরে আসে। দিনের বাকি সময় মিশ্র প্রবণতা লেনদেন হলেও শেষ পর্যন্ত ডিএসইর সব সূচক ইতিবাচক প্রবণতা থাকে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৫ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক 'ডিএসইএক্স' ৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে শরিয়াহ সূচক 'ডিএসইএস' ২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩ পয়েন্টে আর 'ডিএস৩০' ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ কোটি ২৯ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির বা ৪০ শতাংশের, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির বাজারদর। প্রায় ৯৯ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে থাকলেও মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। ওষুধ ও রসায়ন খাতে ৮৬ কোটি টাকা লেনদেন হয়। বস্ত্রখাতে লেনদেন হয় ৬৭ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে ( সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করে। সিএএসপিআই সূচক ১৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩ হাজার ৮২৯ পয়েন্টে।
Comments