রাজধানীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী দেশীয় পণ্য মেলা
রাজধানীতে আগামী ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। মেলায় ৩৫০টির মতো বিভিন্ন দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। যাদের মধ্যে প্রায় ৬০ ভাগই উদ্যোক্তা নারী।
বৃহস্পতিবার রাজধানীর পর্যটন কর্পোরেশন ভবনের শৈলপ্রপাত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। এসএমই ফাউন্ডেশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুসফিকুর রহমান বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শতভাগ দেশি পণ্যের সবচেয়ে বড় আয়োজন হবে ১২তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা।
তিনি বলেন, আগামী রোববার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের 'হল অব ফেম'-এ মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, পরিচালক সামিম আহমেদ, উপ ব্যবস্থাপক নাজিম হাসান ছাত্তার ও সিটি ব্যাংকের ডিএমপি কামরুল মেহেদী প্রমুখ।
Comments