স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যু: ঢাকা স্ট্রিমের বিবৃতি

গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যুতে আজ রোববার (১৯ অক্টোবর) গভীর শোক প্রকাশ করেছে ঢাকা স্ট্রিম পরিবার। গতকাল শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্ট্রিম ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
স্বর্ণময়ী বিশ্বাস ঢাকা স্ট্রিমের একজন দায়িত্বশীল ও আন্তরিক গ্রাফিক ডিজাইনার ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা শোকে মর্মাহত।
ঢাকা স্ট্রিম বিবৃতি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বর্ণময়ীর মৃত্যুকে কেন্দ্র করে কিছু অপপ্রচারের নজির দেখা গেছে। এই প্রেক্ষিতে, প্রতিষ্ঠান জানিয়েছে যে তিন মাস আগে বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে মানবসম্পদ বিভাগে 'লজিং কমপ্লেইন্ট এগেইন্সট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন দ্য ওয়ার্কপ্লেস' দায়ের করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে সহকর্মীদের সঙ্গে আলতাফ শাহনেওয়াজের কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ মিলেছে। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে– আলতাফকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহারের পদক্ষেপ বজায় রাখা এবং কর্মীদের জন্য আচরণবিধি চূড়ান্ত করা। অভিযোগকারীরা এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ঢাকা স্ট্রিম জোর দিয়ে জানিয়েছে, স্বর্ণময়ীর মৃত্যু ও আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে অভিযোগের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠান প্রয়াত কর্মীর পরিবারকে সহযোগিতা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল আচরণের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
ঢাকা স্ট্রিমের ব্যবস্থাপক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পি এম সজল আহমেদ বলেন, 'আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
Comments