শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের অবস্থার উন্নতি
ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা পর তাকে লাইফসাপোর্ট থেকে বের করে আনা হয়েছে।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। জানিয়েছেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের ফুসফুসের সংক্রমণ কিছুটা কমায় চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন।
চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করতে শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে বলেও জানান মাজহারুল ইসলাম।
গত শুক্রবার সকালে অধ্যাপক মনজুরুল ইসলামকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে পরীক্ষা করে চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শনিবার অস্ত্রোপচার করে দুইটা রিং পরানো হয়। পরদিন শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
Comments