রাজধানীতে চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার গলিতে চাঁদা না দেওয়ায় শফিকুল ইসলাম (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর করেন।
আহত শফিকুলের স্ত্রী তানিশা রহমান জানান, তার স্বামী রায়েরবাজারে কাপড়ের ব্যবসা করেন। কয়েকদিন ধরে কিছু দুর্বৃত্ত চাঁদা দাবি করে আসছিল। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শফিকুল একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা আবারও চাঁদা দাবি করে। তিনি রাজি না হওয়ায় হাত, পিঠ ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকেলের দিকে ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Comments