গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ রিকশার বর্ণাঢ্য শোভাযাত্রা

'তুমি কে, আমি কে! বিকল্প বিকল্প', 'জীবন মানেই সংগ্রাম', 'বিকল্প কে! আমি, তুমি আমরা', '৩৬ জুলাই', 'আমার রক্তে স্বাধীনতা', 'বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর', '৩৬ জুলাই আমার রক্তে স্বাধীনতা' 'দু'হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের মুখ', '১৯৭১' সহ জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতিজাগানিয়া শব্দমালার গ্রাফিতি নিয়ে ৩০০ রিকশা ঘুরে বেড়ালো নগরীর কাকরাইল থেকে শান্তিনগর, মৌচাক থেকে মালিবাগ, রামপুরা থেকে হাতিরঝিল, মধুবাগ থেকে মগবাজার হয়ে আবারও শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া রিকশার মাইক থেকে ভেসে আসা দেশাত্মবোধক ও জুলাইয়ের গান যেন নগরবাসীর স্মৃতিকে উসকে দিল। গতকাল রোববার বিকালে শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন জুলাই শহীদ সোহেলের মা রহিমা বেগম।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ড. আইরিন পারভীন লোপা, প্রশাসন বিভাগের উপপরিচালক জি এম জাকির হোসেন, অর্থ হিসাব ও পরিকল্পনা উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. মাহাতাব হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে টি-শার্ট, ক্যাপ, পতাকা ব্যান্ড, গামছা, বাংলা ঢোল, প্ল্যাকার্ড, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতিসহ পেইন্টিংয়ের মাধ্যমে বর্ণিল সাজে সজ্জিত হয়ে রিকশা ও রিকশাচালকরা অংশগ্রহণ করেন। এদিন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত রিকশা শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
Comments