চাঁদাবাজি করতে গিয়ে গ্রিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে সমন্বয়ক পরিচয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে একদল ছাত্র। এদের মধ্যে রয়েছে গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও গনতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতা জানে আলম অপু, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদসহ আরো ৩জন। পরে ১০ লাখ টাকা চাঁদা দেয়ার সময় গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় তাদেরকে সাংসদের গুলশানের বাসা থেকে পুলিশ আটক করে।
এই চাঁদাবাজির মুল হোতা জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে গঠনতন্ত্র ও নীতিমালা অনুসারে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের আলাদা দুটি নোটিশে বলা হয়েছে, কতিপয় ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে সেখানে গণতান্ত্রিক ছাত্রসংসদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। যার প্রক্ষিতে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
উল্লেখ জানে আলম অপু গত বছর বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গ ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারনে গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আহত হন। পরে জুলাই যোদ্ধা কোটায় আবার ছাত্রত্ব ফিরে পান এবং বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করেন।
Comments