সাংবাদিক সোহেল মঞ্জুর আর নেই

নিউজ টাইম পত্রিকার সম্পাদক সোহেল মঞ্জুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোরে ঢাকার মোহাম্মদপুরের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
সাংবাদিক সোহেল মঞ্জুর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে মোহাম্মদপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে রংপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
সোহেল মঞ্জুর দীর্ঘদিন অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা করেছেন। তিনি দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সোহেল মঞ্জুরের মৃত্যুতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) পক্ষ থেকে সংগঠনের সভাপতি দৌলত আকতার ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন। ইআরএফের নেতারা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জানান।
Comments