নগরকান্দায় ক্যারম খেলা নিয়ে পাল্টাপাল্টি হামলা- ভাঙচুর: ব্যবসায়ীসহ আহত ২
ফরিদপুরের নগরকান্দায় ক্যারাম বোর্ড খেলা নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক টিন ব্যবসায়ীসহ দুই জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, স্থানীয় পুরাপাড়া বাজারের টিন ব্যবসায়ী মো. কামাল মোল্যা ও নাঈম মোল্যা।
স্থানীয়রা জানান, এলাকার অধিপত্য নিয়ে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের জিয়ার মোল্যার সাথে পাশের মেহেরদিয়া গ্রামের মো. শাকিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই এলাকার একটি দোকানে ক্যারাম বোর্ড খেলা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। এরপর থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় দোকান থেকে বাড়ি যাওয়ার পথে শাকিলের সমর্থক ব্যবসায়ী কামাল মোল্যার ওপর হামলা চালায় জিয়ার মোল্যার সমর্থকরা। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে জিয়ার সমর্থক নাঈমের ওপর হামলা চালিয়ে আহত করে শাকিলের সমর্থকরা। পরে আহত দুই জনকেই নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসাধীন মোহাম্মদ কামাল বলেন, জিয়ার মোল্যার নেতৃত্বে ১৫–২০ জন আমাকে পেটায় ও কুপিয়ে জখম করে। হামলাকারীরা আমার কাছে থাকা চার লাখ টাকা বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ক্যারাম খেলা নিয়ে কাজুলী ও মেহেরদিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে কামাল নামে এক ব্যবসায়ী ও নাইম নামে একজনও আহত হয়েছেন। দুটি বাড়িতে ভাংচুরের ঘটনাও ঘটেছে। একপক্ষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে আমরা উভয়পক্ষের হামলাকারীদের ধরতে অভিযান চালাবো। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments