পিসিসিপির প্রতিবাদের মুখে ভূমি কমিশনের বৈঠক স্থগিত, হরতাল প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের রাঙামাটিতে আগামী ১৯ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিতব্য বৈঠক পিসিসিপির প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে। বৈঠক স্থগিত হওয়ায় পূর্বঘোষিত হরতালও প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
কমিশনের বৈঠকটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখা।
পিসিসিপি রাঙামাটি জেলা শাখা, কমিশনের ৮ দফা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত রাঙামাটিতে কোনো বৈঠক না করার আহ্বান জানিয়ে গতকাল (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে (১৬ অক্টোবর) সকালে রাঙামাটিতে সংবাদ সম্মেলন, খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান এবং বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙামাটির সংবাদ সম্মেলনে পিসিসিপি ঘোষণা দেয়—যদি বৈঠক বাতিল না করা হয়, তবে হরতাল পালন করা হবে। সংবাদ সম্মেলন শেষে পুনরায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। পিসিসিপির একের পর এক কঠোর অবস্থানের মুখে বিকেলে কমিশন বৈঠক স্থগিতের চিঠি পাঠায়।
বৈঠক স্থগিত হওয়ায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, "জাতির অধিকার আদায়ের এই সফলতা পিসিসিপির একার নয়, শান্তিকামী প্রতিটি মানুষের। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে পিসিসিপি একবিন্দু ছাড় দেবে না।"
তারা জানান, কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় ১৯ অক্টোবরের হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে ৮ দফা বাস্তবায়ন না করে যদি কমিশন পুনরায় বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়, পিসিসিপি তা প্রতিহত করবে।
পিসিসিপির নেতৃবৃন্দ গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বিশেষ করে রাঙামাটির সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সংগঠনের দাবির পক্ষে সহযোগিতার জন্য সকলকে কৃতজ্ঞতা জানান তারা।
Comments