রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক ঘিরে উত্তেজনা; হরতালের ডাক দিয়েছে পিসিসিপি

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আসন্ন বৈঠক প্রতিহত করতে আগামী ১৯ অক্টোবর (রবিবার) রাঙামাটিতে দিনব্যাপী হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। এ সময় তিনি জানান, ভূমি কমিশনের বিতর্কিত বৈঠক প্রতিহত ও ছাত্র–জনতার পক্ষ থেকে উত্থাপিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ, ঘেরাও ও হরতাল কর্মসূচি পালিত হবে।
তাজুল ইসলাম তাজ বলেন, "বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ। ৮ দফা দাবি বাস্তবায়ন না করে কমিশনের কার্যক্রম শুরু করার চেষ্টা করা হলে রাঙামাটির শান্তিপ্রিয় জনতা কঠোর আন্দোলনে নামবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিককে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
পিসিসিপি জানায়, রবিবার সকাল থেকে রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে অবস্থান নিয়ে ছাত্র-জনতা বৈঠক স্থান ঘেরাও করা হবে। পিসিসিপি ঘোষিত ৮ দফা দাবি:
১. পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সকল জাতিগোষ্ঠীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
২. ভূমি বিরোধ নিস্পত্তির কার্যক্রম শুরু করার আগে ভূমির বর্তমান অবস্থা নিরূপণে সম্পূর্ণ ভূমি জরিপ সম্পন্ন করতে হবে।
৩. দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ বাতিল করতে হবে।
৪. পার্বত্য চট্টগ্রামে দেশের প্রচলিত ভূমি আইন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা চালু করতে হবে এবং জেলা প্রশাসককে ভূমি বিরোধ নিস্পত্তির ক্ষমতা দিতে হবে।
৫. কমিশনের সিদ্ধান্তে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারি খাসজমিতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৬. কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ২০০১ সালের আইন অনুযায়ী বলবৎ রাখতে হবে।
৭. তথাকথিত রীতি, প্রথা ও পদ্ধতির পরিবর্তে বিদ্যমান ভূমি আইন অনুসারে কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হবে।
৮. জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্তীকৃত বা কবুলিয়তপ্রাপ্ত মালিকানা থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি'র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Comments