ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি পিসিসিপি’র

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামী ১৯ অক্টোবরের বৈঠক স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ দাবিতে বুধবার (১৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ হাবিবুল্লাহর নিকট স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেনসহ পিসিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পিসিসিপি তাদের স্মারকলিপিতে জানায়, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সংগঠনের ঘোষিত ৮ দফা দাবি না মানা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত না করার অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপিতে পিসিসিপি উল্লেখ করে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হচ্ছে— ২০১৬ সালের সংশোধিত আইনে গঠিত ভূমি কমিশনে কোনো বাঙালি প্রতিনিধি নেই। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্য উপজাতি হওয়ায় একপেশে সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে, যা স্থানীয় বাঙালি জনগোষ্ঠীকে ভূমিহীন করে দিতে পারে।
এতে আরও বলা হয়, ভূমি কমিশনের ৯ সদস্যের মধ্যে ৩ জন সার্কেল চিফ (রাজা), ৩ জন জেলা পরিষদ চেয়ারম্যান, ১ জন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ মোট ৭ জন উপজাতি প্রতিনিধি। বাকি ২ জন হলেন কমিশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। ফলে বাঙালি জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই বলে দাবি পিসিসিপির।
স্মারকলিপিতে আরও বলা হয়, ১৯ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমিশনের বৈঠক আহ্বান করা হয়েছে, যা কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
পিসিসিপি স্পষ্টভাবে জানায়, ঘোষিত ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক রাঙামাটিতে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রয়োজনে রাজপথে থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
Comments