রাজশাহীতে ঈমাম প্রশিক্ষণ একাডেমিতে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ঈমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর আয়োজনে ১১৯০ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মো: আসেম আলী, উপ-পরিচালক, ঈমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পুলিশ কমিশনার বলেন, ঈমামগণ সমাজের প্রকৃত নেতা। সমাজে শান্তি, ন্যায় ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বে তাঁরাই অগ্রণী ভূমিকা পালন করেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানবকল্যাণ, ন্যায়বিচার ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র কোনআনের জ্ঞানে মুসলমানদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান ও আবিষ্কারের ধারা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মুসলমান জাতি কতটা উন্নত ছিলো। বিভিন্ন কারণে তা হারিয়ে ফেলেছি। সেই গৌরবময় ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে। ঈমামগণ মসজিদের খুতবা ও দিকনির্দেশনার মাধ্যমে সমাজে সেই ঐতিহ্য, নৈতিকতা জাগ্রত করতে অনুপ্রাণিত করবেন। সৎ, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম নারীকে দিয়েছে সম্মান, মর্যাদা ও অধিকার, যা পৃথিবীর অন্য কোনো ধর্ম বা সভ্যতা এত সুন্দরভাবে দেয়নি। তাই সমাজে নারী-পুরুষ উভয়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঈমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, ঈমামগণ ৪৫দিন ব্যাপি ঈমাম বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি তাঁরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁরা এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সাবলম্বিতা অর্জন করবেন।তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ঈমামদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
Comments