দূর্গাপুজা ও কঠিন চীবর দানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের

রাঙামাটিতে শারদীয় দূর্গাপুজা ও কঠিন চীবর দান উৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানিয়েছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য নামের একটি অরাজনৈতিক সংগঠন। রবিবার রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের সাথে তার কার্যালয়ে সংগঠনের একটি প্রতিনিধি দল বৈঠক করেন।
এ সময় তারা চলমান শারদীয় দুর্গোৎসব এবং বৌদ্ধধর্মীয়দের আসন্ন কঠিন চীবর দান উৎসবের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগের প্রতি আহবান জানান। তারা বলেন, দূর্গাপুজা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থাকে। তাই এ বিষয়ে গুরুত্ব দেয়া জরুরী। এ ছাড়াও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে পানিবন্দি মানুষের দূর্ভোগের কথা তুলে ধরে পানি ছাড়ার বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ যেন ব্যবস্থা নেয় সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার দূর্গাপুজা ও কঠিন চীবর দান উৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার আশ্বাস দেন।
বৈঠক রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক জুই চাকমা, মোঃ বাদশা, পলাশ চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments