রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে নিহত ১, আহত ১২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে পর্যটকবাহী চাদের গাড়ী(জীপ) গভীর খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। নিহত নারী পর্যটক হলেন রুবিনা আফসানা রিংকি (২৩)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা যায়। বুধবার(১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় পর্যটকবাহী চাদের গাড়ী (জীপ)টি শিজকছড়ার হাউজপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দূর্ঘটনার স্বীকার হয়। মুল সড়ক থেকে প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে যায় চাদের গাড়ীটি।
সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের স্কট ইনচার্জ এএসআই উত্তম আচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের আটত্রিশ জনের পর্যটকের একটি গ্রুপ বিভিন্ন পর্যটকবাহী গাড়ীতে করে সাজেক যাচ্ছিল। তার মধ্যে ১৩ জনের একটি গ্রুপের চাদের গাড়ী(জীপ) নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকি (২৩) নিহত হয়।
নিহত রুবিনার বাড়ী গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। গাড়ীতে থাকা একজন শিক্ষকসহ ১২ জন ছাত্রী আহত হয়। দূর্ঘটনার পর পর স্থানীয় জনসাধারণ, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে পুলিশ ভ্যানসহ অন্যান্য গাড়ীতে করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিকেল তিনটায় এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে উপস্থিত সাজেক থানার নায়েক আব্দুল মান্নান জানিয়েছেন আহতদের মধ্যে দু থেকে তিনজনের অবস্থা আশংকাজনক।
Comments