ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস; সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচিতে সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আন্দোলনকারীরা রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও পুলিশ ও আনসার সদস্যদের তৎপরতায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে কোনো ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেমন হামিরদী, পুখুরিয়া, মাধবপুর ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীরা রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, জনগণের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি নিশ্চিত করেছেন, আন্দোলনকারীরা এখন রাস্তার পাশে অবস্থান নিলেও সড়ক-মহাসড়ক সম্পূর্ণ খালি রাখা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা) থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা) সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা এর আগে পাঁচ দিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন, যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়েছিল।
Comments