গোপালগঞ্জের শালিশ বৈঠক নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শালিশ বৈঠক নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ওসি জাহিদুল ইসলামসহ ১০জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জাহিদুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনা মিমাংশার জন্য রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে স্থানীয় লোকজন শালিশ বৈঠকে বসেন। সেখানে শ্রীরামকান্দির লোকজন উক্ত শালিশের সিদ্ধান্ত মেনে না নেয়ায় দুই গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এতে টুঙ্গিপাড়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হয়। আহতদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
Comments