চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগীতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি একলাছ উদ্দীন সুজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এটি মানুষের হৃদয়ের স্পন্দনে মিশে আছে।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি একলাছ উদ্দীন সুজন বলেন, আমরা সব লীগে, সব ইভেন্টে অংশ গ্রহন করেছি। এসব লীগ আয়োজনের মাধ্যমে ভাল ফুটবলার তৈরী হবে। আমি চায় চুয়াডাঙ্গার ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে সাইড লাইনে আসুক।
উদ্বোধনী টুর্নামেন্টে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ফুটবল দল অংশ নেয়। খেলার প্রথামার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ঝিনাইদহ জেলা দল দুটি গোল করে৷ ঝিনাইদহের জেলা দলের সুমন ও রহমান গোল দুটি করে। এরপর চুয়াডাঙ্গা জেলা দল একটি গোল করতে সক্ষম হয়। চুয়াডাঙ্গার পক্ষে একমাত্র গোলটি করে তৌফিক ওমর। দুই-এক গোলে ঝিনাইদহ জেলা ফুটবল দল খেলায় জয়লাভ করে।
Comments