বরিশালে ব্যাটারী রিকশা বন্ধের দাবি প্যাডেল রিকশার শ্রমিকদের

বরিশাল নগরীতে ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছল করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা। এর পরপরই একটি বিক্ষোভ মিছল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়। শেখানে তারা রাস্তা বন্ধকরে নানা স্লোগান দেয়।
সমাবেশ বক্তারা বলেন, ঢাকা সহ বিভিন্ন স্থানে ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার পর সেই গাড়ি গুলো বরিশাল নগরীতে ভির করেছে। যার কারনে প্রতিনিয়ত যানযট বৃদ্ধি পাচ্ছে। অতিরক্ত গতির কারনে দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। অবৈধ্য এই ব্যাটারী চালিত রিকশার কারনে প্যাডেল চালিত রিকশা আজ হারিয়ে যেতে বসেছে।
তাদের দাবি অতি দ্রুত এই ব্যাটারী চালীত রিকশা বন্ধ করে ফের প্যাডেল চালিত রিকসা সবজায়েগাতে চালু করা হোক।
Comments