ফরিদপুরে অবরোধের সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় ঘোষিত তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এদিকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাত থেকেই মহাসড়কে পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়। পাশাপাশি মহাসড়কে তিনটি এবিসি কামান ও একটি জল কামান মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাস করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করে আসছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ম. ম সিদ্দিক মিঞা সকাল-সন্ধ্যা তিন দিনের নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, গ্রেফতারের বিষয়টি গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, সাধারণ মানুষের ভোগান্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রায় এক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments