খোকা মমতা ডেন্টাল সার্জারীর উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জামালপুরে খোকা মমতা ডেন্টাল সার্জারীর উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন প্রায় ১ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ) সকালে শহরের বানাকুড়া মোড় এলাকায় এ ডেন্টাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।শনিবার সকাল থেকে শুরু হওয়া ফ্রি ডেন্টাল চিকিৎসা রাত ৯ টা পর্যন্ত চলবে।
খোকা মমতা ডেন্টাল সার্জারীর স্বত্বাধিকারী ড. মহসিনা ইসলাম এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
খোকা মমতা ডেন্টাল সার্জারীর স্বত্বাধিকারী ড. মহসিনা ইসলাম জানান, গ্রামের দুঃস্থ লোকজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে হাজার হাজার টাকা গুণতে হয়। অনেক লোকজন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করে খোকা মমতা ডেন্টাল সার্জারীর স্বত্বাধিকারী ড. মহসিনা ইসলাম এর উদ্যোগে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয় চিকিৎসা সেবা, চলবে রাত ৯ টা পর্যন্ত। ৩ দিনে ৫ শতাধিক রোগী এ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র নিতে পারবেন । এখানে অনেক প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
তিনি জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ জন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া ৩ জন স্বেচ্ছাসেবীও এ মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছে।
খোকা মমতা ডেন্টাল সার্জারীর স্বত্বাধিকারী ড. মহসিনা ইসলাম আরও বলেন, আমরা এই জেলার সাধারণ মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দিতে চাই । এালাকার মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পায়, সেটাই আমাদের লক্ষ্য। জনসেবা হিসেবেই এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন।
তিনি আরও বলেন, চিকিৎসা ক্যাম্পে দাঁত তোলা, দাঁত পরিষ্কার, স্কেলিং করা, দাঁতের গর্ত পূরণ, কালার ফিলিং, দাঁত ও মুখের সকল প্রকার সার্জারি, মুখের ক্ষত ও ক্যান্সার স্ক্রেনিং করা, শিশুদের দাঁত তোলাসহ বিভিন্ন প্রকার দাঁতের চিকিৎসা করা হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সকল প্রকার চিকিৎসা সেবায় ৫০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি আগত রোগীরা।
Comments